Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জানুয়ারি ২০১৯

রূপকল্প ও অভিলক্ষ্য

————————————রূপকল্প——————————————–
  • নিরাপদ ও সর্বোত্তমভাবে প্রাকৃতিক গ্যাস বিতরণ করা।
————————————–অভিলক্ষ্য——————————————–
  • নিরাপদ, যথোপযুক্ত এবং পরিকল্পিত উপায়ে প্রাকৃতিক গ্যাস বিপণন করা।
  • সকল ধরনের গ্রাহক এবং আর্থ-সামাজিক শ্রেণির কাছে প্রাকৃতিক গ্যাসের যোগান দেয়া।
  • রাজস্ব আদায় করা।
————————————– কার্যাবলি——————————————
  • পিজিসিএল অধিভুক্ত এলাকায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের লক্ষ্যে বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করা।
  • পিজিসিএল অধিভুক্ত এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন স্থাপন করা।
  • পিজিসিএল অধিভুক্ত এলাকায় ডিআরএস/টিবিএস/সিএমএস স্থাপন করা।
  • সরকারী বিধি-বিধান অনুসারে পিজিসিএল অধিভুক্ত এলাকায় বিভিন্ন ধরনের গ্রাহক এবং আর্থ-সামাজিক শ্রেণির কাছে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা।
  • সরকারী বিধি-বিধান অনুসারে রাজস্ব আদায় করা।
  • জরুরী গ্রাহক চাহিদা ও সেবা নিশ্চিত করা।
—————————–কৌশলগত উদ্দেশ্যসমূহ——————————-
  • জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ।
  • পিজিসিএল অধিভুক্ত এলাকায় গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ।
  • মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধিকরণ।